বাংলাদেশ–নেপাল ম্যাচ শেষ হয়েছে হতাশায়, কিন্তু বিশ্ব ফুটবলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কেবল এক নাম—হামজা চৌধুরী।
শেষ মুহূর্তের গোল হজম করে ২-২ ড্র করলেও ম্যাচজুড়ে উজ্জ্বল ছিল এই বাংলাদেশি মিডফিল্ডারের পারফরম্যান্স। করেছেন দুটি গোল, যার একটি ছিল চোখ ধাঁধানো বাইসাইকেল কিক, যেন রোনালদোর আইকনিক গোলের পুনরাবৃত্তি।
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশকে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরান হামজা। বক্সের ভেতর থেকে ভলিতে নেওয়া তাঁর সেই অ্যাক্রোবেটিক শট স্টেডিয়ামে উপস্থিত দর্শক এবং অনলাইনে লাখো ভক্তকে মুহূর্তেই উচ্ছ্বসিত করে তোলে। কয়েক মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকেও গোল করেন তিনি। এই আঘাতেই ম্যাচে ২-১ ব্যবধানে লিড নেয় লাল-সবুজ।

তবে অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে গোল হজম করে দলকে জয় এনে দিতে পারেননি তিনি। তারপরও বিশ্ব ফুটবলের চোখ পড়েছে এই বাংলাদেশি তারকার দিকে। ফিফা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে হামজার বাইসাইকেল কিকের দুটি ছবি শেয়ার করে লিখেছে— “উড়ন্ত হামজা”, সাথে বাংলাদেশের পতাকা।
বাংলাদেশের জার্সি গায়ে মাত্র ৬ ম্যাচে ৪ গোল করে ইতোমধ্যে নতুন তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হামজা চৌধুরী।
এনএনবাংলা/

আরও পড়ুন
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে অমিতাভ রেজা, পাত্রী কে
আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারালো বাংলাদেশ
তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি