ফিফার দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। এর মাধ্যমে প্রথমবারের মতো ফিফার কোনো কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
তাবিথ আউয়ালকে ফিফার ‘ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন’ কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে, মাহফুজা আক্তার কিরণ ‘ইয়ুথ গার্লস কম্পিটিশন’ কমিটিতে স্থান পেয়েছেন। উভয় কমিটির মেয়াদ থাকবে ২০২৯ সাল পর্যন্ত।
বুধবার সকালে নেপাল ফুটবল ফেডারেশন তাদের কর্মকর্তাদের ফিফার কমিটিতে অন্তর্ভুক্তির তথ্য প্রকাশ করে। এর কিছুক্ষণ পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানায়, বাংলাদেশের এই দুই কর্মকর্তাকে ফিফা সরাসরি মনোনয়ন দিয়েছে।
তাবিথ আউয়ালের জন্য এটি ফিফার কমিটিতে প্রথম অন্তর্ভুক্তি হলেও, মাহফুজা আক্তার কিরণ এর আগেও ফিফার নির্বাহী কমিটির সদস্য হিসেবে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে দায়িত্ব পালন করেছেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
কোটির ঘরে সিএমভি’র ১০০ নাটক
ক্রীড়া উপদেষ্টা ভোটারদের ডেকে নিয়ে হুমকি দিয়েছেন : আমিনুল