অনলাইন ডেস্ক :
এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন আয়োজক দেশ চূড়ান্ত হয়েছে। আগামী বছরের শুরুতে বার্ষিক এই টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বুধবার বিষয়টি নিশ্চিত করেন। তবে টুর্নামেন্টের সময়সূচি এখনও ঠিক হয়নি। সাত দলের টুর্নামেন্টটি প্রাথমিকভাবে এই বছরের ডিসেম্বরে জাপানে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে স্বাগতিক থেকে গত মাসে নিজেদের নাম সরিয়ে নেয় জাপান। শুরুতে পরিবর্তিত সংস্করণে এই বছরের জুনে টুর্নামেন্টটি চীনে হওয়ার কথা ছিল ২৪টি দল নিয়ে। মহামারীর কারণে নতুন সংস্করণের ভাবনাটি স্থগিত রাখা হয় এবং পুরনো আঙ্গিকে আসরটির জন্য গত বছর জাপানকে আয়োজক হিসেবে বেছে নেয় ফিফা। ছয় মহাদেশীয় চ্যাম্পিয়ন ও স্বাগতিক দেশের লিগ জয়ী ক্লাবকে নিয়ে প্রতি বছর হয়ে থাকে এই প্রতিযোগিতা। সংযুক্ত আরব আমিরাতে এর আগে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে চারবার- ২০০৯, ২০১০, ২০১৭ ও ২০১৮ সালে।
আরও পড়ুন
ভুটানে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
আর্জেন্টিনার মাটিতে মেসির ‘শেষ ম্যাচ’, থাকবে পুরো পরিবার
প্রীতির হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ