অনলাইন ডেস্ক :
৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপের ট্রফি খরা ঘুচেছে মেসির হাত ধরেই। তাই ফিফা দ্য বেস্টের মনোনয়নের তালিকায় মেসির থাকাটা অনুমিতই ছিল। তার সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আরও জায়গা হয়েছে সতীর্থ এবং বিশ্বকাপ সেমিফাইনালে আলো ছড়ানো হুলিয়ান আলভারেজের। ফাইনালে বীরত্ব দেখানো এমিলিয়ানো মার্তিনেজও জায়গা পেয়েছেন বর্ষসেরা গোলকিপারের তালিকায়। বর্ষসেরা কোচের মনোনয়নে আছেন বিশ্বকাপ জয়ী লিওনেল স্ক্যালোনিও। ফিফ দ্য বেস্ট প্রবর্তনের পর থেকে প্রতিটি সংস্করণে তিন ফাইনালিস্টের তালিকায় থাকতো পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর নাম। কিন্তু এবার ১৪ জনের সংক্ষিপ্ত তালিকাতেও তার জায়গা হয়নি। মেসি-আলভারেজ ছাড়াও ১৪ জনের ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকায় আছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, ব্রাজিলীয় সুপারস্টার নেইমার ও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। বার্সেলোনা তারকা রবের্ত লেভানদোভস্কি, ম্যানসিটি প্লে মেকার কেভিন ডি ব্রুইনা, লিভারপুলের মোহাম্মদ সালাহ সহ আশরাফ হাকিমির নামও আছে এই তালিকায়। আছে গত বছর ব্যালন ডি অ’র জেতা করিম বেনজিমার নামটিও। বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় স্ক্যালোনি ছাড়া সেখানে আছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও ফরাসি কোচ দিদিয়ের দেশমসহ মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগি। বর্ষসেরা গোলকিপারের তালিকায় মার্তিনেজ ছাড়া নাম আছে লিভারপুলের আলিসন, রিয়াল মাদ্রিদের থিবা কুর্তোয়ার। ফিফা জানিয়েছে সংক্ষিপ্ত তালিকা থেকে তিন জনের ফাইনালিস্টের নাম ফেব্রুয়ারির প্রথম দিকেই ঘোষণা করা হবে।
ফিফা দ্য বেস্টে ১৪ জনের সংক্ষিপ্ত তালিকায় যারা:
হুলিয়ান আলভারেজ, বেলিংহাম, করিম বেনজিমা, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হালান্ড, আশরাফ হাকিমি, রবের্ত লেভানদোভস্কি, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, লুকা মদরিচ, নেইমার, মোহাম্মদ সালাহ, ভিনিসিয়ুস জুনিয়র।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা