March 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 5th, 2025, 1:46 am

ফিরছেন ফারিয়া, পোস্টারে ‘হাহা’ রিঅ্যাক্টের ঢল!

 

২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘আশিকি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল নুসরাত ফারিয়ার। এরপর কাজ করেছেন প্রতিষ্ঠানটির একাধিক সিনেমায়। তবে ২০১৮ সালে টলিউডের ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তির পর আর জাজের কোনও সিনেমায় দেখা যায়নি ফারিয়াকে।

টানা ৭ বছর পর জাজ মাল্টিমিডিয়ায় ফিরলেন ফারিয়া। তাও আবার সেটি পূজা চেরীর তৈরি করা হরর সিরিজ ‘জ্বীন’-এর মাধ্যমে। সোজা ভাষায়, এই সিরিজ থেকে পূজা আউট, ফারিয়া ইন! যা মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে। তথ্যটি ৩ মার্চ আনুষ্ঠানিকভাবে জানালো জাজ কর্তৃপক্ষ। প্রকাশ করলো একটি পোস্টার। এতে যদিও ফারিয়ার ছবি দেখা যায়নি, তবে প্রকাশের পর তুমুল প্রতিক্রিয়া মিলছে। যার সিংহভাগই ‘হাহা’ রিঅ্যাক্টে ভরা! যেমন নজির সচরাচর মেলে না, সিনেমার পোস্টার থেকে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ হওয়া এই পোস্টারে দেখা যাচ্ছে, সাদা বস্তায় বন্দি একটি শিশু, যার চোখ ভৌতিক। কঠিন চোখে তাকিয়ে আছে সামনের দিকে। চারপাশে ধোঁয়া ও অন্ধকারের মধ্যে আগুনের আবছা কুণ্ডলী।

পোস্টারটি শেয়ার করার পর পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। সোজা ভাষায়, ‘হাহা’ রিঅ্যাক্টের ঢল নেমেছে। যেমন নজির নিকট অতীতে অন্য কোনও সিনেমার পোস্টারের বেলায় ঘটেনি। যেমন জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে পোস্টারটি প্রকাশের ২১ ঘণ্টায় রিঅ্যাক্ট পড়েছে চার হাজার একশ’টি। এর মধ্যে প্রায় তিন হাজার (২.৯) পড়েছে হাহা রিঅ্যাক্ট! যা অবিশ্বাস্য। শুধু জাজের পেইজে এমন ঘটনা ঘটলেও মানা যেত, খোদ নায়িকার (নুসরাত ফারিয়া) ভেরিফায়েড পেইজের ফলাফলও একই। মোট ১১০০ রিঅ্যাক্টের মধ্যে হাহা পড়েছে প্রায় অর্ধেক, ৪২৭টি!

সিনেমাটি সম্পর্কে নুসরাত ফারিয়া পোস্টার প্রকাশ করে শুধু ‘ঈদ মোবারক’ জানিয়েছেন। তবে এর মধ্যে শুটিং শেষ হয়েছে। চলছে মুক্তির প্রস্তুতি। যার মাধ্যমে শাকিব খান, শরিফুল রাজ, সিয়াম আহমেদ ও আফরান নিশোর সঙ্গে পাল্লা দিতে চলেছেন ফারিয়া!

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সিনেমাটি প্রসঙ্গে বলেন, ‘এবারও বাস্তব গল্প নিয়ে সিনেমা নির্মাণ করেছি। এটার জন্য কোরআন শরিফে জিন নিয়ে যত আয়াত আছে সব পড়েছি। গতবার একটি মেয়েকে (মোনা) নিয়ে সিনেমাটি তৈরি হয়েছিল। এবার একটি ছোট ছেলেকে দেখা যাবে।’

তিনি জানান, নুসরাত ফারিয়ার দাদি জিন পালন করতেন। সেখান থেকেই এক বাস্তব গল্প থাকছে নতুন সিনেমায়।

‘জ্বীন ৩’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। তিনি জানান, ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে পোস্ট প্রোডাকশন চলছে। সেন্সর সার্টিফিকেট পেলেই সিনেমাটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।

নির্মাতার লক্ষ্য ‘জ্বীন’ সিরিজের আগের দুটিকে ছাড়িয়ে যাওয়া এবারের পর্ব দিয়ে। এবারের পর্বে নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন আবদুন নূর সজল, নাদের চৌধুরীসহ অনেকে।