January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 6th, 2021, 8:38 pm

ফিরবে না জেনেও শ্রাবন্তীর অপেক্ষায় রোশান

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকছেন না টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও রোশান সিং। কয়েক মাস আগে ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে পুনরায় সংসার শুরুর অনুরোধ করেন রোশান। কিন্তু এই প্রস্তাব নাকচ করে দেন শ্রাবন্তী। শেষ পর্যন্ত আদালতের দারস্থ হয়েছেন তার স্বামী। কিন্তু প্রথম শুনানিতে রোশান হাজির হলেও দেখা মেলেনি শ্রাবন্তীর। এত সবের পরও কেন শ্রাবন্তীকে চাইছেন তার স্বামী? এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে রোশান সিং বলেনÑ‘আমি তাকে ছাড়ছি না, বিষয়টা এমন নয়। জোর করে কাউকে আটকে রাখা যায় না। এখন তো শুনছি, ওর মন অন্য দিকে। তবে একটা কথা বলি, শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদ হবে বলে তো বিয়ে করিনি! আমি শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাই। কিন্তু দুঃখজন বিষয় হলো, পাঞ্জাবে আমার পরিবারের অনেকেই জানেন না আমি আর শ্রাবন্তী আলাদা থাকি। আজও আমার পরিবারের অনেকে শ্রাবন্তীর ছবিতে লাইক দেন। মিডিয়ার খবর তাদের কাছে পৌঁছায়নি। তাদেরকে আমি কী বলব, জানি না।’ শ্রাবন্তী টলিউডের প্রথম সারির নায়িকা হলেও তাদের সুন্দর সংসার ছিল। রোশানের পরিবারের সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। এ তথ্য আগেই জানিয়েছিলেন রোশান। তারপরও কেন এমন হলো? জবাবে রোশান বলেনÑ‘আমি বুঝতে পারছিলাম শ্রাবন্তী স্পেস চাইছে। আলাদা থাকতে চাইছে। আমি ভেবেছিলাম, কিছু দিন একটু আলাদা থাকি। কিন্তু সেই স্পেসে অন্য কেউ চলে আসবে তা ভাবতে পারিনি।’ গত কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেম করছেন শ্রাবন্তী। এবার সেই সম্পর্কে সিল মোহর দিলেন শ্রাবন্তীর স্বামী। রাখঢাক না করে রোশান সরাসরি দাবি করেছেনÑ‘পরকীয়া প্রেমে জড়িয়েছেন শ্রাবন্তী।’ নতুন প্রেমিককে আংটি উপহার দেওয়ার বিষয়েও বিস্তারিত জানেন রোশান। তার ভাষায়Ñ‘আমি আংটির বিষয়েও সব জানি। ক্যামাক স্ট্রিটের কোন দোকান থেকে কে কার জন্য আংটি কিনেছিল, আমার সব জানা। তবে আমি মুখ খুলতে চাই না। আমাদের কেস আদালতে উঠেছে, যা বলার সেখানে বলব।’ শ্রাবন্তী ফিরবে না তা পরিষ্কার কিন্তু তারপরও অপেক্ষা করতে চান রোশান। তার ভাষায়Ñ‘অপেক্ষা করব। আদালত কী রায় দেন তা দেখব। আমি নিজের মতো থাকতে চাই।’ ২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।