ঢালিউড নায়িকা পরীমনি আবারো আলোচনার শীর্ষে। তিনি বিভিন্ন কারণে সবসময় আলোচনায় থাকেন। নিজের কাজ এবং ব্যক্তিগত জীবনের নানা ঘটনার জন্য সংবাদের শিরোনাম হন তিনি। এবার প্রেমের গুঞ্জন যেন তার পিছু ছাড়ছে না। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে দেখা গেল এই আলোচিত অভিনেত্রীকে।
পরীমনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে। জীবন ভালোবাসার, জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে… আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘে গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…।’
মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই পোস্ট। অনুরাগীদের কল্পনা আর গুঞ্জনের তীব্রতা বেড়ে যায়। নানা প্রকার মন্তব্যে মুখর হয়ে ওঠেন অনুরাগীরা। সবাই ধারণা করে নেন বসন্তের বাতাস বইছে পরীমনির মনে।
যদিও ভালোবাসার মানুষকে এখনো প্রকাশ্যে আনেননি তিনি। কেবল তার হাতটাই দেখা গেছে। হাতে রয়েছে ঘড়ি। যে ঘড়ির মতো ঘড়ি পরেন শেখ সাদী। হাতে আবার ভালোবাসার দাগও স্পষ্ট। অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করছেন। পরী নিজেও বিষয়গুলো বেশ উপভোগ করছেন। ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন পরীমনি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। বর্তমানে পরীমনি সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন। এরই মধ্যে তার সঙ্গে শেখ সাদীর প্রেম চলছে বলে নানা গুঞ্জন শোবিজ অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে।
আরও পড়ুন
সারাজীবন ব্যায়াম করতে হবে ঋতাভরীর, রোগে ভুগছেন নায়িকা
‘মানুষ কীভাবে এত হিংস্র হয়ে উঠল’—বললেন আক্রমণের শিকার অভিনেত্রী
বলিউডে নারী দিবস