October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 1st, 2025, 2:10 pm

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৬৯

 

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।

শক্তিশালী কম্পনের পর শত শত আফটারশক উদ্ধার তৎপরতাকে আরও জটিল করে তুলেছে। বুধবার দুপুর পর্যন্ত সেখানে অন্তত ৬ শতাধিক আফটারশক রেকর্ড করা হয়।

সেবু প্রদেশের সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, এখন পর্যন্ত ৬৯ জনের মৃত্যু ও দেড়শ’র বেশি মানুষের আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। স্থানীয়ভাবে আরও অনেক হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

বোগো ও সেবু ছাড়াও আশপাশের একাধিক শহর ও পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি মোকাবিলায় প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং জানান যে, মন্ত্রিপরিষদ সচিবরা ত্রাণ কার্যক্রম তদারক করছেন।

প্রশান্ত মহাসাগরীয় “রিং অব ফায়ার”-এ অবস্থিত হওয়ায় ফিলিপাইনে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত নিয়মিত ঘটনা। চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে দুটি বড় ভূমিকম্প হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ২০২৩ সালে ৬ দশমিক ৭ মাত্রার একটি উপকূলীয় ভূমিকম্পে আটজন নিহত হন।

এনএনবাংলা/