অনলাইন ডেস্ক :
ট্রান্সজেন্ডার নারীদের নিয়ে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল কুইন ২০২২ জিতলেন ফিলিপাইনের সুন্দরী ফুশিয়া আনে রাভিনা। সম্প্রতি থাইল্যান্ডের পাতায়ায় আয়োজিত কনটেস্টের ফাইনালে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ২৭ বছর বয়সী উদ্যোক্তা রাভিনা ফিলিপাইনের কেবু প্রদেশের বাসিন্দা। ২০০৪ সাল থেকে মিস ইন্টারন্যাশনাল কুইন প্রতিযোগিতার আয়োজন শুরু হয়। পুরুষ হিসেবে জন্ম নিলেও পরবর্তীতে নারীতে রূপান্তরিত ট্রান্স নারীদের নিয়ে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। প্রতি বছর আয়োজন হলেও ২০২১ সালে কোভিড-১৯ মহামারির জন্য কর্তৃপক্ষ প্রতিযোগিতাটি স্থগিত রাখা হয়। চলতি বছর প্রতিযোগিতার জন্য প্রাইডের মাসকেই বেছে নিয়েছেন আয়োজকরা। এবারের আয়োজনের থিম ছিল ‘প্রাইড টুগেদার’। এবার প্রতিযোগিতায় রাভিনা ছাড়াও ২৩ প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন কলম্বিয়ার সুন্দরী ইয়েসমিন হিমেনিথ। অন্যদিকে তৃতীয় হয়েছেন ফ্রান্সের আয়লা শ্যানেল। রাভিনা তৃতীয় ফিলিপিনো হিসেবে এই প্রতিযোগিতার মুকুট মাথায় তুললেন।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির