অনলাইন ডেস্ক :
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে রানওয়ে মিস করায় সৈন্য বহনকারী একটি সি-১৩০ বিধ্বস্ত হয়েছে। দেশটির সেনাপ্রধান জানিয়েছেন, এখন পর্যন্ত কমপক্ষে ৪০ সেনাকে জীবিত উদ্ধার করা গেছে।
রোববার ফিলিপাইনের সুলু প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা বলেছেন, উদ্ধারকৃতদের ধ্বংসস্তূপ থেকে টেনে টেনে বের করা হয়েছে।
অধিকাংশ সেনাই গুরুতর আহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চিফ অফ স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা তাত্ক্ষণিকভাবে বিমানটিতে কত লোক ছিল তা জানাননি। সুলু প্রদেশের পটিকুলের একটি পাহাড়ী গ্রামে বিধ্বস্ত হওয়া বিমানটিতে হতাহতের ব্যাপারেও কিছু জানাননি তিনি।
সোবেজানা জানিয়েছে, বিমানটি দক্ষিন ক্যাগান দে ওরো শহর থেকে সেনা পরিবহণ করছিল। মুসলিম প্রদেশ সুলুতে কয়েক দশক ধরে সরকারী বাহিনী আবু সাইয়াফ জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। সেখান থেকেই আসছিল এই সেনারা।
সোবেজানা সাংবাদিকদের বলেন, এটি খুব দুর্ভাগ্যজনক। বিমানটি ল্যান্ডিংয়ের সময় রানওয়ে মিস করে ফেলে এবং ফের উড়ার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে বিধ্বস্ত হয়।
আরও পড়ুন
পাকিস্তানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি আফগানিস্তানের
উপদেষ্টাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল
চীনের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প