যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্টারমার প্রশাসন এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করতে পারে।
এর আগে গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
সরকারি সূত্র অনুযায়ী, ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতির শর্ত মেনে না চলে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনে কোনো চুক্তিতে না আসে, তবে যুক্তরাজ্য নিজেদের নীতি পরিবর্তন করে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এ সিদ্ধান্তের কারণে ইতিমধ্যেই ইসরায়েল লন্ডনের প্রতি তীব্র সমালোচনা করেছে। গাজায় জিম্মি থাকা ইসরায়েলি পরিবার এবং কিছু রক্ষণশীল নেতারাও এই পদক্ষেপের বিরোধিতা করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সম্ভাব্য সিদ্ধান্তকে ‘সন্ত্রাসকে পুরস্কৃত করা’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, ব্রিটিশ সরকারি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক কয়েক সপ্তাহে গাজায় পরিস্থিতি মারাত্মকভাবে খারাপ হয়েছে। স্টারমার গাজার দুর্ভিক্ষ ও সহিংসতার চিত্র তুলে ধরে একে ‘অসহনীয়’ হিসেবে বর্ণনা করেছেন।
শুধু যুক্তরাজ্য নয়, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল এবং লুক্সেমবার্গও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
তহবিল ঘাটতিতে ১৪ হাজার শান্তিরক্ষী কমাতে যাচ্ছে জাতিসংঘ
অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের স্বাক্ষর, গাজায় উচ্ছ্বাস
বেবি পাউডারে ক্যান্সারের উপাদান, জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা