October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 22nd, 2025, 1:47 pm

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এ সিদ্ধান্ত ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ এক ধাপ।

তিনি স্মরণ করিয়ে দেন, স্বাধীনতার পরপরই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ এবং ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার করেছিল ঢাকা। গত পাঁচ দশক ধরে বাংলাদেশ সেই অবস্থান অটল রেখেছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমরা সবসময়ই ফিলিস্তিনের পক্ষে ছিলাম, তাদের সংগ্রামে সমর্থন দিয়েছি। তাই চার দেশের এই স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। এটি নিঃসন্দেহে একটি সুখবর।”

যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির ফলে এখন দেড়শোরও বেশি দেশ ফিলিস্তিনকে সরাসরি সমর্থন জানাচ্ছে। তবে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিনিদের এখনও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে বলেও মনে করেন তিনি।

এদিকে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। যদি সেটি বাস্তবায়ন হয়, তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

 

এনএনবাংলা/