August 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 8th, 2025, 4:20 pm

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে অস্ট্রেলিয়া

ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে অস্ট্রেলিয়া। জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।

বৃহস্পতিবার এক বক্তব্যে আলবানিজ বলেন, “এটি অস্ট্রেলিয়ার সার্বভৌম সিদ্ধান্ত। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের প্রয়োজন নেই।”

তিনি আরও জানান, তার সরকার অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে।

ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা প্রকাশ করে, তখন অস্ট্রেলিয়ার ওপরও আন্তর্জাতিকভাবে চাপ বাড়তে থাকে।

তবে অস্ট্রেলিয়া জানিয়েছে, স্বীকৃতির সঙ্গে কিছু শর্তও জুড়ে থাকবে। এর মধ্যে রয়েছে—ইসরায়েলের নিরাপত্তার নিশ্চয়তা, গাজায় হামাসের নিয়ন্ত্রণ শেষ হওয়া এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের কাঠামোগত সংস্কার।

সরকারি সূত্র জানায়, এই বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বিশ্বে ইতিমধ্যে ১৪০টির বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে কেবল চীন ও রাশিয়া এ স্বীকৃতি দিয়েছে। আগামী সেপ্টেম্বরে ফ্রান্স ও যুক্তরাজ্য স্বীকৃতি দিলে একমাত্র যুক্তরাষ্ট্রই বাকি থাকবে।