November 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 18th, 2025, 1:57 pm

ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে ইসরায়েলে পিটিশন, স্বাক্ষর দিয়েছেন হাজারো নাগরিক

ইসরায়েলে বসবাসরত বামপন্থি ইহুদি ও আরবদের রাজনৈতিক সংগঠন জাজিম ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে পিটিশন শুরু করেছে। ইতিমধ্যে এই পিটিশনে স্বাক্ষর করেছেন ৭,৫০০-এর বেশি নাগরিক।

সংগঠনটির নেতারা জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হতে যাচ্ছে। তাই তারা লক্ষ্য করেছেন, অধিবেশন শুরুর আগেই ১০ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করে পিটিশন জাতিসংঘে পাঠানো।

জাজিমের পিটিশনে বলা হয়েছে, “ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ইসরায়েলের জন্য শাস্তি নয়; বরং এটি ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয়ের জন্য নিরাপদ ভবিষ্যৎ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পথে এক ধাপ এগিয়ে যাওয়া।”

পিটিশনে আরও উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি স্থায়ী থাকবে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার কিছু কট্টরপন্থি নেতা যারা যুদ্ধ অব্যাহত রাখতে চাইছেন, তারা শুধু সহিংসতা ও বর্ণবাদ উসকে দিচ্ছেন না, বরং ইসরায়েল এবং তার নাগরিকদের ভবিষ্যতকেও ঝুঁকিতে ফেলছেন।

উল্লেখযোগ্য, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের হামলার জবাবে ২০২৩ সাল থেকে ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান চালাচ্ছে। সেই অভিযানে এখন পর্যন্ত ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,০০০-এর বেশি আহত হয়েছে

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বহুবার ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের হয়েছে।

তবে নেতানিয়াহু বলেছেন, হামাসকে সম্পূর্ণ দুর্বল করা এবং জিম্মিদের মুক্ত করাই এই অভিযানের লক্ষ্য, যা পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

বিশ্বজুড়ে ইসরায়েলি বাহিনীর এই নির্মম অভিযানের বিপরীতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

 

এনএনবাংলা/