September 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 12th, 2025, 6:53 pm

ফিলিস্তিনিদের প্রতি তারেক রহমানের সংহতি

ফাইল ফটো/ এএফপি

 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পশ্চিম তীরে নতুন করে বসতি সম্প্রসারণে নেতানিয়াহু সম্প্রতি যে পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তার নিন্দা জানিয়ে তিনি বলেন, ঔপনিবেশিক দমন-পীড়ন ও অস্তিত্ব মুছে দিতে বরাবরই ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ। যেই সংহতির ধারা এখনও গৌরবের সঙ্গে অব্যাহত রয়েছে। ১২ সেপ্টেম্বর (শুক্রবার) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, সাম্প্রতিক খবরে জানা গেছে ইসরাইল দখলকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি সম্প্রসারণের পরিকল্পনা করছে। যা ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ কার্যত বন্ধ করে দেবে বলে মনে করা হচ্ছে। এই খবর হৃদয়বিদারক বলে অভিহিত করেন তিনি।

তিনি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত দমননীতি, ভূমি দখল, সংস্কৃতি এবং ইতিহাস মুছে ফেলার চেষ্টাকে গণহত্যা ও পরিকল্পিত জাতিগত নির্মূল হিসেবে বর্ণনা করা হচ্ছে।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের বহু নাগরিক মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস এবং কাজ করেন। ওই অঞ্চলের ক্রমবর্ধমান অস্থিরতার কারণে নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

ইসরাইলের এই পদক্ষেপের সমালোচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতকে (আইসিজে) দেরি না করে গাজায় ইসরাইলের কার্যক্রমকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়ার রায় দিতে অনুরোধ জানিয়েছেন তারেক রহমান।

এনএনবাংলা/