January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 6th, 2022, 8:50 pm

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

অনলাইন ডেস্ক :

এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ওই কিশোর দুই ইসরায়েলি কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পূর্ব জেরুজালেমে এই ঘটনা ঘটেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।স্থানীয় সময় রোববার (৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বাব হাঁটা শহরে আল আকসা মসজিদের একটি প্রবেশদ্বারে ওই দুর্ঘটনা ঘটেছে।ঘটনাস্থলে পৌঁছানোর পর এক মেডিক্যাল কর্মকর্তা ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তবে এ বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তাদের পক্ষ থেকে মন্তব্য করা হয়নি। ওই ঘটনার পর আল আকসা মসজিদের সব প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত ওই কিশোর পূর্ব জেরুজালেমের আল তুর এলাকার বাসিন্দা। ওই কিশোর নিহত হওয়ার পর সেখানে অভিযান চালিয়ে তার ভাইকে গ্রেফতার করা হয়। ১৯৬৭ সালে জেরুজালেমের পূর্বাংশ দখল করে ইসরায়েল, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বেশিরভাগ দেশই ইসরায়েলের এই দখলদারিত্ব মেনে নেয়নি। এর আগে গত ১ মার্চ পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।