হামাসের হাতে থাকা ২০ জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর, এবার ইসরায়েল তার কারাগারে বন্দি প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া শুরু করেছে।
আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের বহনকারী বেশ কয়েকটি বাস পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। সেখানকার আগে থেকেই প্রিয়জনদের অপেক্ষায় ছিলেন অসংখ্য স্বজন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে ফিরে পেয়ে অনেকের চোখে ছিল অশ্রু, মুখে আনন্দের হাসি। কেউ কেউ সেই আবেগঘন মুহূর্ত ভিডিও করে রাখেন।
আল নাসের হাসপাতালের সৈয়দ দাউদ (৫০) বিবিসিকে বলেন, ‘আজ আমাদের জন্য আনন্দের দিন। ইসরায়েলি সেনারা আমার ছেলেকে একটি চেকপোস্ট থেকে আটক করেছিল, এখন সে মুক্তি পাচ্ছে। আরও অনেকে ফিরছে, এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত।’
আল জাজিরা জানায়, ইসরায়েলের অফার সামরিক কারাগার থেকে রামাল্লায় বন্দিদের বহনকারী বাস পৌঁছালে বিপুল জনতা উল্লাসধ্বনি দিয়ে তাদের স্বাগত জানায়। মুক্তিপ্রাপ্তদের আলিঙ্গন করেন স্বজনরা, তৈরি হয় আবেগঘন পরিবেশ।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ সোমবার মোট ১ হাজার ৭০০ আটক ব্যক্তি এবং ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, স্থানীয় সময় সকাল ৮টা থেকে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করে হামাস। প্রতিশ্রুতি অনুযায়ী, তারা ইতোমধ্যে সব জীবিত বন্দিকে মুক্তি দিয়েছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
বিদেশ যাওয়ার জন্য আদালতে বসুন্ধরা চেয়ারম্যান, দুদকের নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন
সুযোগ পেয়েও হার এড়ানো গেল না প্রোটিয়াদের বিপক্ষে
১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গাকে: প্রধান উপদেষ্টা