অনলাইন ডেস্ক :
গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ চলমান। এ নিয়ে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হামাস নেতাদের জানিয়েছেন, ফিলিস্তিনের বৈধ প্রতিরক্ষাকে সমর্থন করে তেহরান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদি নেতাদের সঙ্গে গত রোববার ফোনালাপ করেছেন ইরানি প্রেসিডেন্ট রাইসি। সার্বিক পরিস্থিতি নিয়ে নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় তার।ইরানি রাষ্ট্রীয় বার্তাসংস্থা (আইআরএনএ) জানিয়েছে, ইসলামিক জিহাদি আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালাহ এবং হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহের সঙ্গে টেলিফোনে আলাদা আলাপ করেন প্রেসিডেন্ট রাইসি।
শনিবার থেকে ইসরায়েলে হামলা চালানোকে ফিলিস্তিনের জন্য ‘বড় বিজয়’ বলে অ্যাখা দিয়েছে মিত্র ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বলেছেন, এই বিজয়ী অভিযান ইহুদিবাদের শাসনের পতনকে সহজতর করেছে এবং তাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। তবে হামাসের অভিযানে ইরানের হাত রয়েছে কিনা, এ বিষয়ে কোনো প্রমাণ পায়নি পশ্চিমা গোয়েন্দারা। সূত্র: এএফপি
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের