April 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 9th, 2025, 10:44 am

ফিলিস্তিনের রাফা ও গাজায় ইসরায়েলের গণ হত্যার প্রতিবাদে সাপাহারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

কামরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ফিলিস্তিনের রাফা ও গাজায় ইসরায়েলের বর্বরোচিত গনহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে নওগাঁর সাপাহারে  বিক্ষোভ মিছিল,প্রতিবাদ সভা ও ইসরায়েলের পন্য সামগ্রী বর্জনের ঘোষনা দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল  ৫ টায় সদরের জিরোপয়েন্ট থেকে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারুন্যের প্রতীক জননেতা এ্যাডভোকেট মাহমুদুস সালেহীন এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে ফিরে এসে প্রতিবাদ সভায় সমবেত হয়। এ সময় সেখানে উপজেলা বিএনপির,সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন,আব্দুর রহিম,সাবেক ছাত্র নেতা প্রভাষক জুয়েল হক, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন,উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ন আহব্বায়ক বদিউজ্জামান স্বপন,কেডি সাহেব আলী,উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম,হাসনাত রেজা,রুবেল হোসেন,সাবেক ছাত্রদল নেতা শামীম আহম্মেদ খোকন,ছাত্রদল যুগ্ন আহব্বায়ক মজিদুল হক,সাপাহার ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক রিপন হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল থেকে বরবরোচিত গণ  হত্যা বন্ধে জাতী সংঘের জরুরী হস্তক্ষেপ সহ সকল প্রকার ইসরায়েলি পন্য সামগ্রী বর্জনের ঘোষনা দেয়া হয়।