পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উপজেলায় সকল ইসলামিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত, মুসলিম ইউনিটি কতৃক আয়োজিত “সেইভ গাজা” “সেইভ ফিলিস্তিন ” বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘স্টপ জেনোসাইড, সেইভ গাজা’ স্লোগানকে প্রতিপাদ্য করে সোমবার (১৪ এপ্রিল) উপজেলার ভানুগাছ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ৫ হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অংশগ্রহণকারী বিক্ষোভ কারীদের ফিলিস্তিনের পতাকা এবং প্রতিবাদ জানিয়ে আঁকা বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রদর্শন করতে দেখা গেছে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে বক্তরা বলেন, গাজায় যখন আক্রমণ শুরু হয় তখন একে একে তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমরা দেখেছি তারা একটি বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়েছে এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। সেই ধ্বংসলীলা এখনো চালিয়ে যাচ্ছে। শিশুসহ মা-বোনদের তারা নির্মমভাবে হত্যা করেছে, যাতে পরবর্তী প্রজন্ম গড়ে উঠতে না পারে। আমরা এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি থেকে গণহত্যার প্রতিবাদ এবং ইসরায়েলিদের এই হামলা অবিলম্বে বন্ধের জন্য বিশ্ববাসীর কাছে দাবি জানাচ্ছি। শত শত মানুষকে হত্যা করে তারা পর্যটন কেন্দ্র বানাবে মুসলিম বিশ্ব এটা কখনোই সহ্য করবে না।
তারা বলেন, ফিলিস্তিনে প্রতিদিন শিশুরা বোমায় ছিন্নভিন্ন হচ্ছে। মায়েরা সন্তানের লাশ কাঁধে নিচ্ছেন— এই দৃশ্য আর কতদিন চুপচাপ দেখবো? মুসলমান হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশের জনগণ জেগে উঠেছে, এবার রাষ্ট্রকেও জেগে উঠতে হবে।
বক্তারা আরও বলেন, নিশ্চয়ই, ইসরায়েল আজ যে বর্বরতা চালাচ্ছে, তা শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে নয় বরং পুরো মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করা হোক। যারা গণহত্যা চালায়, তাদের সঙ্গে কোনো রকম বাণিজ্যিক বা কূটনৈতিক সম্পর্ক রাখা মানবতা বিরোধী।
“সেইভ গাজা” “সেইভ ফিলিস্তিন ” ছাত্র সংগঠনের কমলগঞ্জ উপজেলার বিক্ষোভ সমাবেশের মুসলিম ইউনিটের মুঃ মুহন মিয়া ও তারেকুল ইসলাম পাটওয়ারীর যৌথ সঞ্চালনায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন-খেলাফত মজলিশের মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ,বিএনপি নেতা আবুল হোসেন,বাংলাদেশ জামায়াত ইসলামীর এডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র আবু বক্কর সিদ্দিক জিয়াব, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মাওলানা জিল্লুর রহমান,আহলে সুন্নাত ওয়াল জামায়াত মাওঃ কারী জুবায়ের আহমদ,গন অধিকার পরিষদের ওয়াকিল মুন্না আজমত, বাংলাদেশ খেলাফত মজলিশ’র মাওলানা জয়নাল আবেদীন, জাতীয় ইমাম সমিতির মাওলানা সামছুল ইসলাম লিয়াকত,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর তানভীর রায়হান ওয়াসিম, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামীয়ার আব্দুস সামাদ রাফি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ইমাজ উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কামরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের হাফেজ তাওহীদ বক্ত, ইসলামী ছাত্র মজলিশ এর মাহি আহমদ প্রমুখ।
অনুষ্টানে কোরআন থেকে তেলওয়াত পরিচালনা করেন হাফেজ হিজফুর রহমান ফাহাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা কারী আবুল বাশার।
উল্লেখ্য, এর আগেও কমলগঞ্জে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ইসলামিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ছাত্র জনতা।
আরও পড়ুন
নানা আয়োজনে নববর্ষে বর্ণিল খুকৃবি
তিলকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন গোলাম মোস্তফা
সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নব বর্ষবরণ