অনলাইন ডেস্ক :
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর একের পর এক নতুন গান নিয়ে আসছেন। নিয়মিত গান গেয়ে দর্শক-শ্রোতাদের মাতাচ্ছেন। এবারও তার ব্যতিক্রম নয়। সেই ধারাবাহিকতায় এবার যোগ হচ্ছে ‘পোষা ময়না পাখি’ শিরোনামে আরো একটি চমক। গানটি লিখেছেন জসিম উদ্দিন আকাশ। সুর করেছেন এস কে শানু ও সংগীত আয়োজন করেছেন রোহান রাজ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে গানটি মুক্তি পেয়েছে। গানটি নিয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর বলেছেন, একটি ফিল্মের মতো গান গাইলাম। চমৎকার কথামালা দিয়ে সাজানো গানটি ভালো লাগবে। আমার শ্রোতাদের সব সময় নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হবে না। প্রথমবার গাইলাম জসিম উদ্দিন আকাশের লেখা গান। রোহান রাজ ভালো করেছে। সে নতুন প্রজন্মের ভালো মিউজিক কম্পোজার। সুরকার এস কে গানটি সম্পর্কে বলেন, আসিফ আকবর ভাইয়ার কণ্ঠে জসিম উদ্দিন আকাশ ভাইয়ের কথায় ‘পোষা ময়না পাখি’ শিরোনামের চমৎকার একটি গান। গানটি নিয়ে জসিম উদ্দিন আকাশ জানান, আমার স্বপ্ন, আমার লেখা গান বাংলাদেশের প্রতিটি শিল্পীর কণ্ঠে বাংলার মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। আশা করছি, আসিফ ভাইয়ের অন্য গানের মতোই এই গানটিও দর্শকদের ভালো লাগবে।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’