January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 18th, 2022, 7:56 pm

ফুটবল বিশ্বকাপ: শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক :

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দলগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। চলছে নানা রকম যাচাই-বাছাই। পরিকল্পনার অংশ হিসেবে দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলছে। আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা এই মাসের শেষ দিকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ হন্ডুরাস ও জ্যামাইকা। বিশ্বকাপকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য এরইমধ্যে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ২৩ সেপ্টেম্বর মিয়ামিতে হন্ডুরাস ও চারদিন পর নিউইয়র্কে জ্যামাইকার বিপক্ষে লড়বে তারা। পরে বিশ্বকাপের ঠিক আগে ১৬ নভেম্বর দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবেন মেসিরা। আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে বসছে বিশ্বকাপ ফুটবল। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপের অন্য দুটি দল হলো পোল্যান্ড ও মেক্সিকো।
আর্জেন্টিনা দল
ফ্রাংকো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি (গোলরক্ষক), গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেলা, ফাকুনডো মেডিনা, ক্রিস্টিয়ান রোরেমো, নেহুয়েন পেরেজ, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা (ডিফেন্ডার), লিনড্রো পারেডেস, গুইডো রডরিগুয়েজ, এনজো ফার্নান্দেজ, রন্দ্রিগো ডি পল, আলেহান্দ্রো গোসেজ, গিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (মিডফিল্ডার), পাওলো দিবালা, অ্যাঞ্জেল কোরেয়া, লিওনেল মেসি, থিয়াগো আলমাডা, অ্যাঞ্জেল ডি মারিয়া, জোয়কুইন কোরেয়া, লটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ (ফরোয়ার্ড)।