December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 1st, 2021, 1:28 pm

ফুরিয়ে যাচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ মজুদ, বাড়ছেনা আমদানি

নিজস্ব প্রতিবেদক :

একদিকে ভাসমান টার্মিনাল সংকট, অন্যদিকে এলএনজির দামও উর্দ্ধমুখী। সংকটে পড়ে তাই গ্যাসভিত্তিক ২০টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস আমদানি বাড়াতে পারছেনা সরকার।

মজুদ ফুরিয়ে আসতে থাকায় অভ্যন্তরীন উৎপাদনও কমছে ক্রমাগত। বিশেষজ্ঞরা জলে স্থলে গ্যাসের অনুসন্ধান বাড়ানোর পরামর্শ দিলেও সরকার নির্ভর করছে আমদানির ওপরই।

সাশ্রয়ী দাম আর পরিবেশ সুরক্ষা-দুই দিক থেকেই এই মুহুর্তে সবচেয়ে উপযোগী জ্বালানি প্রাকৃতিক গ্যাস। কিন্তু অভ্যন্তরীণ উৎপাদন কমতে থাকায় সরবরাহ কমছেই।