January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 17th, 2022, 9:05 pm

ফুলকোর্ট সভা বসছে বৃহস্পতিবার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামী বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আয়োজনে সোমবার (১৭ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী-২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এসব তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, করোনাকালীন আমরা বিচারপতি ও আইনজীবীসহ ২৬২ জনকে হারিয়েছি। ফুলকোর্ট সভায় তাদের স্মরণ করা হবে। সাধারণত, ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়েও আলোচনা হয়ে থাকে। পদাধিকারবলে প্রধান বিচারপতি এ সভার সভাপতিত্ব করে থাকেন।