সিরাজগঞ্জের রায়গঞ্জের ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দু’দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের পেছন থেকে ভাসমান লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত শুভ (১৪) একই এলাকার সুকুমার চন্দ্রের ছেলে ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শুক্রবার বিকালে হোলি উৎসব শেষে কয়েক বন্ধু মিলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের পেছনে ফুলজোড় নদীতে গোসল করতে নামে শুভ। গোসলের একপর্যায়ে শুভ নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল দু’দিন উদ্ধার অভিযান চালিয়ে তার কোনো সন্ধান পায়নি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, রবিবার সকালে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের পেছন এলাকায় শুভ’র ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
—ইউএনবি
আরও পড়ুন
খুলনা মহানগরী জামায়াতের প্রদিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রংপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল
রংপুর-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২ আহত ৭