কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অগ্নিকান্ডে একটি পরিবারের দুটি বসত ঘর, আসবাবপত্র ও চায়ের দোকান পুড়ে ভস্মিভুত হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জুম্মারপাড় গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।অগ্নিকান্ডের সঙ্গে সঙ্গে স্থানীয়রা অনেক চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। এরই মধ্যেই বসতবাড়ির দুটি ঘর ও একটি দোকান পুড়ে ভস্মিভুত হয়ে যায়।শিমুলবাড়ী ইউপি সদস্য সোহেল রানা মিলন জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সাথে চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়লে মুহুর্তেই জিয়াউর রহমান নামে ওই ব্যক্তির দুটি বসত ঘর ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে তার আনুমানিক ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা। তবে তার ক্ষতি নিরুপন করে বৃহস্পতিবার বিকেলের দিকে তালিকা করে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার বরাবর আবেদন জমা দেয়া হয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে এ আগুনের সুত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
আরও পড়ুন
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন
অসহায় তিন নারীর মুখে ফুটল আশার হাসি — প্রতিশ্রুতি রাখলেন কায়কোবাদ
টাঙ্গাইলে ব্যাটারি রিকশার দাপট: বাড়ছে দুর্ঘটনা ও যানজট