December 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 8th, 2025, 6:48 pm

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধান বীজ ও সার বিতরণের উদ্ধোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আকতার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা : নিলুফা ইয়াছমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাফিকা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার কিশোর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, শাহনাজ লাইজু চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, আশরাফুল ইসলাম  প্রমূখ।

কৃষি অফিস সুত্রে জানা গেছে, সোমবার উদ্ধোধনের পর থেকে আগামী কয়েক দিনের মধ্যে ১ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উফশি হাইব্রিড জাতের ধান বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে ৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, ৫ কেজি ডিএপি ও এমওপি সার এবং ১ হাজার ২০০ জন কৃষকদের মাঝে দুই কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা।