ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জুলহাস (৪০) নামের এক চালক দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
দুঃখজনক এ ঘটনা ঘটে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায়।
নিহত জুলহাসের বাড়ি একই এলাকার ভালুকজান গ্রামে হলেও তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান পেট্রোল পাম্পের অদূরে পার্কিং করা ছিল। গভীর রাত হওয়ায় চালকসহ বাসে থাকা এক মা ও তার ছেলে ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন।
হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় মা ও ছেলে জানালা ভেঙে কোনোভাবে বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, অগ্নিসংযোগে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার ফাঁসির রায়ের খবর
হাসিনার মৃত্যুদণ্ড একটি মাইলফলক রায়: সালাহউদ্দিন আহমদ
হাসিনা কি আপিল করতে পারবেন, আইনে কী রয়েছে?