January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 26th, 2021, 8:15 pm

ফেনীতে কেন্দ্র দখলে বাধা, গুলিবিদ্ধ ১১

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি:

ফেনীর সোনাগাজী উপজেলায় কেন্দ্র দখল করতে যায় মেম্বার প্রার্থী ওমর ফারুক সজিবের পক্ষের লোকজন। এতে প্রতিপক্ষের লোকজন বাধা দিলে সজীবের লোকজন গুলি ছোড়ে। এ ঘটনায় মা-শিশুসহ ১১ জন গুলিবিদ্ধ হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) উপজেলার দক্ষিণ চরচান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলো- শিশু আসমা আক্তার, তা মা ফাতেমা আক্তার, মিজান, ইউসুফ, ফকির, শিপন, ইসমাইল, ছিদ্দিক, নবী, মিয়া সাহেব ও রাজ। শিশু আসমা ও তার মা ফাতেমাসহ ছয়জন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা অন্যান্য হসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সজিব কেন্দ্র দখল করতে চাইলে প্রতিপক্ষের লোকজন বাধা দিলে তিনি অতর্কিতভাবে গুলি ছোড়েন। দক্ষিণ চর চান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার টিটু রঞ্জন দাস জানান, কেন্দ্রের বাইরে গুলির ঘটনা ঘটেছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ স্বাভাবিক প্রক্রিয়ায় রয়েছে। এ কেন্দ্রে ছয়জন মেম্বার প্রার্থী রয়েছে। তাদের মধ্যে বিরোধ রয়েছে। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্র মারমা জানান, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটগ্রহণ চলছে।