ফেনীর পাঁচগাছিয়া এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় চারজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে ফেনী-নোয়াখালী অঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিএনজি চালক দাগনভূঞা মোমারিজপুর গ্রামের মো. শাকিল (২০) ও ইয়াকুবপুর গ্রামের জেসমিন আক্তার (৪৫)। আহত ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির ট্রাকটি ফেনীর দিক থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি দাগনভূঁঞার দিক থেকে ফেনীর দিকে যাচ্ছিল। এসময় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহত ও আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আহত ব্যক্তিদের ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী