October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 17th, 2022, 8:37 pm

ফেনীতে ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১

ফেনীতে ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আবদুল হালিম (৪৫) নামে পিকআপ চালক আবদুল হালিম নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফেনীর বারাহীপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল হালিম কুমিল্লার কোতোয়ালি থানার আলেখাচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।

আহত হাসান কুমিল্লা ব্রাক্ষ্মণপাড়া টাকই গ্রামের বাসিন্দা ও সোহেল রানা ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা।

ফেনীর বারাহীপুর রেলক্রসিং এলাকার দায়িত্বে থাকা গেটম্যান জীবন জানান, ট্রেন আসার আগেই গেট বন্ধ করা হয়েছে। কিন্তু পিকআপটি দ্রুত গতিতে এসে গেট ভেঙে লাইনের ওপর উঠে যায়। এতে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

ফেনীর জিআরপি পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, দ্রুতগতির একটি পিকআপ রাত ৩টার দিকে বারাহীপুর রেলক্রসিং অতিক্রম করার সময় গেইট ভেঙ্গে রেললাইনের উপর উঠে যায়। এ সময় চট্টগ্রামমুখী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে-মুচড়ে লাইনের পাশে ছিটকে পড়ে। পিকআপ চালক আবদুল হালিম ও গাড়িতে থাকা দুই ব্যবসায়ী হাসান ও সোহেল রানাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পিকআপ চালক আবদুল হালিমকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের ইনচার্জ আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

—ইউএনবি