January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 15th, 2022, 7:28 pm

ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সহোদর নিহত

ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সহোদর নিহত ও চালকসহ দুজন আহত হয়েছেন। শনিবার দুপুরে ফেনীর বিসিক শিল্প এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রবাসী তুষার (৪০) ও তার ভাই চট্টগ্রামের মিরসরাই সসরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব (৩২)। তারা চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সসরত বাংলাবাজার এলাকার অন্ন মাঝি বাড়ির দীনেশের ছেলে।

এসময় গাড়ির চালক সাজ্জাদ (৩০) ও আরেক আরোহী প্রণব (১১) গুরুতর আহত হন। উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, তুষার ঢাকায় চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক জাকির হোসেন দুর্ঘটনায় দুই ভাইয়ের নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধারের পর ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

—ইউএনবি