জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ভোট কেন্দ্র দখলের অভিযোগে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সেলিমকে গণধোলাই দিয়েছে স্থানীয় ভোটাররা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার পাঁচগাছিয়া ইউনিয়নের ভোট চলাকালীন ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বেলাল (মোরগ প্রতিক) এর পক্ষে বিরুলি ইসলামীয়া মাদ্রাসা কেন্দ্র দখল করে ভোটারদের বাঁধা প্রদান করেন সেলিম। এসময় ভোট দিতে না পেরে উত্তেজিত জনতা তাকে অবরুদ্ধ করে গণধোলাই দেয়। এসময় সায়েদাবাদ বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের সহযোগীতায় জনতার হাত থেকে ছুটে আসে।
এবিষয়ে জানতে শাহাদাত হোসেন সেলিমের মোবাইলে ফোন করে তাকে পাওয়া যায়নি।
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল জানান, দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতাকে এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
ফেনীতে ভোট কেন্দ্র দখলের অভিযোগে যুবলীগ নেতাকে গণধোলাই

আরও পড়ুন
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
কুড়িগ্রাম ২২-বিজিবির বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ পালিত
কয়রার পর্যটন কেন্দ্রটি বদলে দেবে এই অঞ্চলের মানুষের ভাগ্য – খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম