জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীতে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংঙ্ক বিস্ফোরণে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ডের নাজির রোডের পাশে রুহুল আমিন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রহমান, মনির ও আল আমিন। তারা তিন ভাই রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানান বাড়ির মালিক রুহুল আমিন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, এই শ্রমিকরা নির্মাণাধীন বাড়িটির সেফটি ট্যাঙ্কের উপর টিনের বেড়া দিয়ে বসবাস করতেন এবং বিভিন্ন জায়গায় কাজ করতেন। বৃষ্টির কারনে তারা কাজে যায়নি এবং সেখানে ঘুমিয়েছিল। বাড়ির সেফটি ট্যাঙ্কে গ্যাস জমে বিকট শব্দে বিস্ফোরণে ভবনের নিচতলাসহ দ্বিতীয় তলার ছাদ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় দুজন শ্রমিক গুরুতর আহত হন। উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই সময় ফায়ার সার্ভিস কর্মীরা ট্যাঙ্কের ভিতর থেকে আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার করে।
ফেনী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জনান, দীর্ঘ সময় ভবনের কাজ চলায় এ দুর্ঘটনা ঘটেছে। সেখানে সিসি টিভি ক্যামেরা রয়েছে। আমরা তদন্ত করছি। তবে ওই স্থান এখন নিরাপদ রয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুদ্দিন বলেন, নিহতরা তিনজনই ভাই বলে স্থানীয়রা জানিয়েছেন। আমরা তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন