বিএনপি ও সমমনা দলগুলোর চলমান ৪৮ ঘণ্টার অবরোধে ফেনী শহরে দু’টি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ‘গ্রিন টাওয়ার’ মার্কেটের সামনে পার্ক করা গাড়ি দু’টিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের সামনে কিছু দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং পরে গাড়ি দু’টিতে আগুন ধরিয়ে দেয়।
একটি অটোরিকশার চালক ইকবাল হোসেন জানান, তিনি বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তার মাথায় ইট দিয়ে আঘাত করে।
চালক জানান, ১২-১৩ জন যুবক গলি থেকে বের হয়ে হঠাৎ গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ক্ষতিগ্রস্থ অটোরিকশা দু’টি থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম দাবি করেন, মার্কেটের সামনে অবরোধের পক্ষে মিছিল বের করা হলেও এ ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয়।
—-ইউএনবি
আরও পড়ুন
ত্রিভুজ প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ: ডিএমপি
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত সরকারের
ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার