December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 24th, 2022, 8:34 pm

ফেনীর সিলোনিয়ায় নতুন ভবনে সোনালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনালী ব্যাংক লি. এর সিলোনিয়া বাজার শাখার স্থানান্তরিত নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে,  একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
রবিবার সকালে নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লি. কুমিল্লা জেনারেল অফিসের জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।
সোনালী ব্যাংক সিলোনীয়া শাখার ডেপুটি ম্যানেজার মো. হারুন অর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,সোনালী ব্যাংক নোয়াখালী জেনারেল অফিসের জেনারেল ম্যানেজার মো. শাহজাহান, সোনালী ব্যাংক কুমিল্লা জেনারেল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম, দাগনভূঞা উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি ও থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম প্রমুখ।

—-প্রেস বিজ্ঞপ্তি