জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর স্টার লাইন ফুড প্রোডাক্ট কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (২৫ মার্চ) দুপুর ২টায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের ফেনী মাইজদী সড়কের পাশে কারখানাটির অবস্থান।
ফেনী ফায়ার সাভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্টার লাইন ফুড প্রোডাক্টসের পরিচালক মাইন উদ্দিন বলেন, ‘শুধু জানি ভয়াবহ আগুন লেগেছে। কীভাবে লেগেছে তা এখনও কিছুই জানি না।’
তিনি জানান, ওই কারখানায় সেমাই, বিস্কুট, নুডুলস, কেক, চানাচুর, পাউরুটিসহ নানা রকম খাদ্যপণ্য তৈরি হয়। প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন।
কারখানার শ্রমিক আব্দুল মোমেন বলেন, ‘আমাদের ভাগ্য খুব খারাপ, সামনে রোজার ঈদ আসছে, মালিকে টাকা রোজগার করতে না পারলে আমাদের কীভাবে দিবে? এখন আমরা দুশ্চিন্তায় আছি।’
সেমাই শ্রমিক নুরুল আফসার জানান, সেমাইয়ের কাজে প্রায় ৫০০ শ্রমিক কাজ করে। রমজান মাস উপলক্ষে অনেক কাজ চলছিল। সব পুড়ে ছাই হলো।
আগুন লাগার খবরে ঘটনাস্থলে পরিদর্শনে যান জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২