জেলা প্রতিনিধি:
ফেনী জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর সফিউল আজম সফিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে শহরের মধ্যম চাড়িপুর এলাকার চৌধুরী পাড়ার আশিক মন্জিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ট্রাফিক ইন্সপেক্টর সফিউল আজম একাই ঘরে থাকতেন। তার পরিবার ঢাকায় থাকেন। গত শুক্রবার রাতে সফিউল আজম নিজ কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফিরেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একপর্যায় সোমবার দুপুরে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক মনির আহম্মদ বাহির থেকে ঘরের দরজা বন্ধ দেখেন। এসময় কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি পুলিশকে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ কারার প্রক্রিয়া চলছে। এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, র্যাব, সিআইডি, পিবিআইসহ আইন শৃংঙ্খলা বাহিনীর একাধিক দল।
ফেনীর অতিরিক্ত এসপি মাঈনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে মৃত্যুবরণ করতে পারেন। তবু বিষয়টি ব্যাপকভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে। নিহত সফিউল আজমের বাড়ি টাঙ্গাইল জেলায়।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
ড. ইউনূসকে ৫ বছর প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়