October 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 23rd, 2025, 1:25 am

ফেব্রুয়ারিতে সেন্টমার্টিন ভ্রমণ নিষিদ্ধ, দিনে যেতে পারবেন সর্বোচ্চ ২ হাজার পর্যটক

 

সেন্টমার্টিন দ্বীপে এবার কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে পর্যটন কার্যক্রম। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নিয়মে ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিন ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, আর প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন।

বুধবার (২২ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে এ বিষয়ে ১২ দফা নির্দেশনা জারি করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী— নভেম্বর মাসে শুধুমাত্র দিনের বেলায় সেন্টমার্টিনে ভ্রমণ করা যাবে, রাতযাপন সম্পূর্ণ নিষিদ্ধ। ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকদের রাতযাপনের অনুমতি দেওয়া হবে। এবং ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান সেন্টমার্টিনে চলাচল করতে পারবে না। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন পোর্টাল থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে থাকবে কিউআর কোড ও ট্রাভেল পাস—যা ছাড়া টিকিট অবৈধ হিসেবে গণ্য হবে।

দ্বীপের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিচের কার্যক্রমগুলো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে— রাতে সৈকতে আলো জ্বালানো বা শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি আয়োজন, কেয়া বনে প্রবেশ বা কেয়া ফল সংগ্রহ-বিক্রয়, সামুদ্রিক কাছিম, প্রবাল, রাজকাঁকড়া, পাখি বা অন্য জীববৈচিত্র্যের ক্ষতি, সৈকতে মোটরসাইকেল বা সীবাইক চলাচল।

দ্বীপে পলিথিন বহন নিষিদ্ধ, পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী যেমন—চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক, ৫০০ ও ১০০০ মিলিলিটারের বোতল ইত্যাদি বহন নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্টমার্টিনের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব হবে। পাশাপাশি দ্বীপটিকে একটি দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটন গন্তব্যে রূপ দেওয়াই সরকারের মূল লক্ষ্য।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) পরিবেশ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ই-টিকেটিং ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা।

এনএনবাংলা/