September 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 1st, 2025, 12:49 am

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন: মির্জা ফখরুল

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন।

রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, একটি শক্তি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচনের তারিখ হিসেবে যেটা ঘোষণা দেওয়া হয়েছে সেই তারিখেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে।

প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা যথাসময়ে নির্বাচন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

লন্ডনে একটি দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন এর ফলে বোঝা যায় প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি দুর্বল, এই অবস্থায় নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের-এমন কথার পরিপ্রেক্ষিত উল্লেখ করে এক সাংবাদিক বিএনপি মহাসচিবের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এই শঙ্কা একেবারেই অমূলক। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সঙ্গে তিনি কথা বলবেন, তার এই এখতিয়ার রয়েছে। তিনি আলোচনা করেছেন, তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। গোটা দেশবাসী আশ্বস্ত হয়েছে।

জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি-না জানতে চাওয়া হলে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি।

এনএনবাংলা/