অনলাইন ডেস্ক :
ভারতীয় র্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা। বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের দুটি গানে কাজ করেছেন। এর মধ্যে বাংলা ভাষার ‘গেন্দা ফুল’ গানে কোমর দুলিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন এই জুটি। ফের জুটি বেঁধে হাজির হলেন তারা। ‘চেক মাই ফিজ’ শিরোনামের গানটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এরইমধ্যে গানটির ভিউ দাঁড়িয়েছে ৫ কোটি ৬৯ লাখের বেশি। গানটিতে জ্যাকলিনের আবেদনময়ী উপস্থিতি নজর কেড়েছেন ভক্তদের। জ্যাকলিন-বাদশার একসঙ্গে এটি তৃতীয় কাজ। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ কে বাদশা বলেনÑ‘‘এই কাজটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। কারণ এর আগে ‘গেন্দা ফুল’ ও ‘পানি পানি’ গানটি দর্শক লুফে নিয়েছিল।’’
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব