January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 2nd, 2023, 7:37 pm

ফের একসঙ্গে নিশো মেহজাবিন জুটি

অনলাইন ডেস্ক :

কিছুদিন আগেও ছোট পর্দায় জনপ্রিয় তারকা ছিলেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। কিন্তু দুজনই আপাতত বিদায় জানিয়েছেন এই পর্দাকে। ব্যস্ত আছেন ওটিটি প্ল্যাটফর্ম ও চলচ্চিত্র নিয়ে। তবে দুজনই আলাদা আলাদাভাবে ব্যস্ত। একসময়ের জনপ্রিয় জুটি যেন এখন বিচ্ছিন্ন দ্বীপ। তবে নিশো ও মেহজাবিন ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। ১৬ নভেম্বর এই প্ল্যাটফর্মে মুক্তি পাবে নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’।এখানেই জুটি হয়ে অভিনয় করেছেন এ দুই তারকা। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এরই মধ্যে ‘নীল জলের কাব্য’র একটি পোস্টার প্রকাশ পেয়েছে।

যেখানে দেখা যাচ্ছে, গোধূলিবেলায় সাগরপাড়ে হাত ধরে দাঁড়িয়ে আছেন নিশো এবং মেহজাবিন। পরিচালক বলেন, ‘এই কনটেন্ট দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। তা ছাড়া নিশো-মেহজাবিনের ভক্ত অনেক। এক শ্রেণির দর্শক আছেন। পাশাপাশি অন্য দর্শকরাও এটি দেখে মজা পাবেন।’ অসংখ্য জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্ট নির্মাণ করেছেন শিহাব শাহীন। ‘নীল জলের কাব্য’ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘একজন মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে এই কনটেন্ট। যখন কনটেন্টটির শুটিং হচ্ছিল ওটিটি এত জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কভিড আসে। চারবার শুটিং ক্যান্সেল করতে হয়। পরে আইস্ক্রিনের উদ্যোগে একটি ওয়েব ফিল্ম হিসেবে নির্মাণ করা হয়।’