বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তার নিঃশর্ত মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেছেন।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির (জাফর) এর প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘আপনারা জানেন আমাদের চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল (রবিবার) তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতা বলেন, ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে আমাদের দল দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, কিন্তু ‘অনির্বাচিত ও দায়িত্বজ্ঞানহীন’ সরকার তাকে ক্ষমতায় থাকার প্রধান বাধা বলে মনে করে তাতে কর্ণপাত করছে না।’
তিনি বলেন, ‘আমরা আমাদের নেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি। এই কর্মসূচি থেকে আমিও তার (নিঃশর্ত) মুক্তি দাবি করছি।’
এর আগে রবিবার রাতে খালেদা জিয়াকে চিকিৎসা ও কিছু মেডিকেল টেস্টের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খালেদা জিয়ার মেডিকেল টিমের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপার্সনের মেডিকেল বোর্ড তার পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছে। ‘তার পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণের জন্য তার আরও কিছু মেডিকেল পরীক্ষা করা হবে।’
৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।
তার পরিবার একাধিক স্বাস্থ্য জটিলতার চিকিৎসার জন্য তাকে বিদেশে একটি উন্নত কেন্দ্রে পাঠানোর অনুমতি চেয়ে সরকারের কাছে বেশ কয়েকটি আবেদন জমা দিয়েছে। কিন্তু সরকার প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছে। কারণ তিনি দুটি মামলায় দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
—-ইউএনবি
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান
হাসিনা-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব