January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 7th, 2023, 8:23 pm

ফের টাইব্রেকারে হারল ব্রাজিল

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হারের দুঃখ এখনও ভুলতে পারেনিভ ব্রাজিল সমর্থকেরা। এর মাঝেই প্রথমবারের মতো আয়োজিত মেয়েদের ‘ফিনালিসিমা’য় ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে গেল ব্রাজিল। তাদেরকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথম আসরের শিরোপা জিতে নিয়েছে ইংল্যান্ডের মেয়েরা। খেলার নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হয়েছিল। ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৮৩ হাজারের বেশি দর্শকের সামনে এলা টুনির গোলে ২৩ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ৯৩ মিনিটে ব্রাজিলকে সমতা এনে দেন বদলি নামা আন্দ্রেসা আলভেজ। ম্যাচ অবধারিতভাবে গড়ায় টাইব্রেকারে। দুই দলের প্রথম শট জালে প্রবেশ করলেও দ্বিতীয়টি দুই গোলরক্ষকই রুখে দেন। তৃতীয় শট থেকে ইংল্যান্ড গোল করলেও মিস করেন ব্রাজিলের অধিনায়ক রাফায়েলে সুজা। এরপর চতুর্থ শটটি সফলভাবে জালে জড়িয়ে ইংল্যান্ডকে শিরোপাজয়ের মুহূর্ত এনে দেন কেলি। এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকল ইংল্যান্ডের মেয়েরা। উল্লেখ্য, গত বছর ছেলেদের ফিনলিসিমায় ইতালিকে ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। পরে তারা কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।