নিজস্ব প্রতিবেদক:
নায়িকা নুসরাত ফারিয়ার গানে অভিষেক হয়েছিল ‘পটাকা’ দিয়ে। ২০১৮ সালে মুক্তি পাওয়া সেই কাজটি ঘিরে আলোচনা-সমালোচনা সবই ছিল। এরপর আসে ‘আমি চাই থাকতে’। কট্টর সমালোচকদেরও কণ্ঠে মেলে স্তুতিবাক্য। গেয়েছেন শিহাব শাহীনের ওয়েব ছবি ‘যদি কিন্তু তবুও’তেও। এবার আসছে এই নায়িকা-গায়িকার আরও একটি গান। শুক্রবার হয়েছে এর রেকর্ডিং। তবে গানটির কাজ চলছে গত ছয় মাস ধরেই। বিশেষ করে করোনার এই সময়ে এটি নিয়েই ব্যস্ত ছিলেন ‘শাহেনশাহ’খ্যাত এ তারকা। বললেন, ‘আমরা প্রায় ছয় মাস ধরে গানটির কাজ করছি। এর সংগীতায়োজন থেকে শুরু করে ভিডিওতেও থাকবে বিশেষ চমক।’ জানা যায়, গানটিতে ভারতের একটি টিম কাজ করবে। বিশেষ করে ফারিয়ার শেষ মিউজিক ভিডিও ‘আমি চাই থাকতে’র টিমের অনেকেই এর পেছনে থাকবেন। এদিকে, ফারিয়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন গিয়াসউদ্দিন সেলিমের নতুন চলচ্চিত্র ‘গুনিন’-এ। এতে তার সহশিল্পী শরিফুল রাজ, ইরেশ যাকের, মনোয়ার, আজাদ আবুল কালাম পাভেলসহ অনেকে। অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির কাজ শুরু হবে।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম