অনলাইন ডেস্ক :
দেশ-বিদেশ কাঁপিয়েছে ঈদে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচত সিনেমা ‘তুফান’। এখন কাঁপাচ্ছে ওটিটি প্লাটফর্ম চরকি। তবে নতুন খবর হলো, মুক্তির তিন দিনের মাথায় পাইরেসির কবলে ‘তুফান’ সিনেমা। গত রোববার রাত থেকে ফেসবুক, ইউটিউব ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে সিনেমাটি পাওয়া যাচ্ছে। ২ ঘন্টার ১৮ মিনিটের এই সিনেমাটিতে দেখা যায় চরকির লোগোও। শুধু এবারই নয়, সিনেমা হলে ‘তুফান’ যখন তুমুল ঝড় তুলেছিলে, সে সময়ও পাইরেসির কবলে পড়ে ‘তুফান’।
দ্রুত পদক্ষেপের ফলে সে সময় পাইরেসির হাত থেকে রক্ষা পায় সিনেমাটি। ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। রায়হান রাফীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে। সিনেমাটির প্রযোজনায় আছে বাংলাদেশ ও ভারতের তিনটি বড় প্রতিষ্ঠান- আলফা আই, চরকি ও এসভিএফ (কলকাতা)। এদিকে ১৫ কোটি টাকা বাজেটের নতুন সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছেন শাকিব খান। সিনেমার নাম ‘বরবাদ’। সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে।
চলতি বছর ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘তুফান’। একে একে ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ প্রায় ২০টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। যেকোনো বাংলা সিনেমার জন্য বিশ্বব্যাপী মুক্তির ক্ষেত্রে শাকিবের তুফানই সবচেয়ে এগিয়ে।
আরও পড়ুন
দীর্ঘদিন পর ফেরা তারকারা
ভিন্ন পরিচয়ে রিচি
বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন শান