অনলাইন ডেস্ক :
পাকিস্তানে ফের পেট্রলের দাম বাড়লো। তবে উচ্চ গতির ডিজেল (এইচএসডি) এবং কেরোসিনের দাম কমানো হয়েছে। গত সোমবার এক ঘোষণায় জানানো হয়েছে আগামী প্রায় দুই সপ্তাহের জন্য এই দাম নির্ধারণ করা হয়েছে। খবর ডনের। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়েছে, পেট্রল এবং হালকা ডিজেল তেলের (এলডিও) দাম লিটারপ্রতি যথাক্রমে ৬ রুপি ৭২ পয়সা এবং ৪৩ পয়সা বাড়ানো হয়েছে। অপরদিকে উচ্চ গতির ডিজেল (এইচএসডি) এবং কেরোসিনের দাম লিটারপ্রতি যথাক্রমে ৫১ পয়সা এবং ১ রুপি ৬৭ পয়সা কমানো হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের ওঠানামা এবং বিনিময় হারের তারতম্যের প্রেক্ষিতে সরকার পেট্রোলিয়াম পণ্যের বিদ্যমান মূল্য সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে পেট্রলের দাম ২২৭ দশমিক ১৯ রুপি থেকে বেড়ে হয়েছে ২৩৩ দশমিক ৯১ রুপি। অপরদিকে প্রতি লিটার হালকা ডিজেলের দাম কমে ১৯১ দশমিক ৭৫ রুপি থেকে ১৯১ দশমিক ৩২ রুপি করা হয়েছে। এছাড়া এইচএসডি লিটারপ্রতি ২৪৪ দশমিক ৯৫ রুপি থেকে হয়েছে ২৪৪ দশমিক ৪৪ রুপি এবং লিটারপ্রতি কেরোসিনের দাম ২০১ দশমিক ০৭ রুপি থেকে কমে হয়েছে ১৯৯ দশমিক ৪০ রুপি। এর আগে গত ১ আগস্ট পাকিস্তান সরকার এইচএসডি এবং কেরোসিনের দাম লিটারপ্রতি যথাক্রমে ৯ রুপি এবং ৫ রুপি বাড়িয়েছিল। সে সময় পেট্রলের দাম ৩ রুপি কমানো হয়েছিল। এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের ওঠানামা এবং বিনিময় হারের তারতম্যের প্রেক্ষিতে সরকার পেট্রোলিয়াম পণ্যের বিদ্যমান মূল্য সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে পেট্রলের দাম ২২৭ দশমিক ১৯ রুপি থেকে বেড়ে হয়েছে ২৩৩ দশমিক ৯১ রুপি। অপরদিকে প্রতি লিটার হালকা ডিজেলের দাম কমে ১৯১ দশমিক ৭৫ রুপি থেকে ১৯১ দশমিক ৩২ রুপি করা হয়েছে। এছাড়া এইচএসডি লিটারপ্রতি ২৪৪ দশমিক ৯৫ রুপি থেকে হয়েছে ২৪৪ দশমিক ৪৪ রুপি এবং লিটারপ্রতি কেরোসিনের দাম ২০১ দশমিক ০৭ রুপি থেকে কমে হয়েছে ১৯৯ দশমিক ৪০ রুপি। এর আগে গত ১ আগস্ট পাকিস্তান সরকার এইচএসডি এবং কেরোসিনের দাম লিটারপ্রতি যথাক্রমে ৯ রুপি এবং ৫ রুপি বাড়িয়েছিল। সে সময় পেট্রলের দাম ৩ রুপি কমানো হয়েছিল।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি ও ৪৩ টি পণ্যের শুল্কহার বৃদ্ধি নিয়ে ঢাকা চেম্বারের উদ্বেগ
দাবানলে পুড়ছে হলিউড হিলস