January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 26th, 2022, 7:31 pm

ফের ফ্রান্সকে হারাল ডেনমার্ক

অনলাইন ডেস্ক :

চোটের কারণে নিয়মিতদের অনেককে হারানো ফ্রান্স প্রথমার্ধে ছয় মিনিটের মধ্যে হজম করল দুই গোল। ব্যবধান ঘোচাতে মরিয়া হয়ে আক্রমণ করে গেল তারা। সুযোগও মিলল। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক কাসপের স্মাইকেলের দেয়াল ভাঙতে পারলেন না কিলিয়ান এমবাপেরা। উয়েফা নেশন্স লিগে বিশ্ব চ্যাম্পিয়নদের আবারও হারিয়ে দিল ডেনমার্ক। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে রোববার রাতে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শেষ রাউন্ডে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। অন্য ম্যাচের ফল পক্ষে আসায় নেশন্স লিগের প্রথম স্তরে টিকে গেছে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স। অস্ট্রিয়াকে ৩-১ গোলে হারিয়ে এই গ্রুপ থেকে চার দলের ফাইনালসে খেলা নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। দ্বিতীয় স্তরে নেমে গেছে অস্ট্রিয়া। আসরে ডেনমার্কের বিপক্ষে দুবারের দেখায়ই হারল ফ্রান্স। গত জুনে ঘরের মাঠে ২-১ গোলের হারে শুরু হয়েছিল তাদের অভিযান। দুই মাস পর আবারও দেখা হবে দুই দলের, কাতার বিশ্বকাপে। ফ্রান্স শুরুটা করে আত্মবিশ্বাসী। অষ্টম মিনিটে এমবাপের শট ফিরিয়ে দেন গোলরক্ষক স্মাইকেল। চতুর্দশ মিনিটে অঁতোয়ান গ্রিজমানের প্রচেষ্টাও ফিরিয়ে জাল অক্ষত রাখেন তিনি। ২০তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ডেনমার্ক। ক্রিস্তিয়ান এরিকসেনের পাসে ওলসেনের শট দারুণ দক্ষতায় ফেরান ফ্রান্সের গোলরক্ষক আলফুঁস আরিওলা। পাল্টা আক্রমণ থেকে ৩৩তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে মিকেল ডামসগার্ডের পাসে ডি-বক্সে ছুটে গিয়ে স্লাইডে বল জালে পাঠান কাসপের ডলবার্গ। সেই ধাক্কা কাটিয়ে উঠবে কী, ৩৯তম মিনিটে আরেকটি গোল হজম করে ফ্রান্স। কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি তারা। ডি-বক্সের মাথা থেকে জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন ওলসেন। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে সুযোগ আসে গ্রিজমানের সামনে। তার নিচু শট ফিরিয়ে দেন স্মাইকেল। ৬৭তম মিনিটে সুবর্ণ সুযোগ পান এমবাপে। নিজেদের অর্ধ থেকে দারুণ থ্রু বল বাড়ান গ্রিজমান। বল ধরে এগিয়ে যান পিএসজি তারকা, সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। এগিয়ে এসে তার শট পা দিয়ে ফেরান স্মাইকেল। পরক্ষণে এমবাপের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন তিনি। বাকি সময়ে আর উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেননি গ্রিজমান-এমবাপেরা। ৬ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ক্রোয়েশিয়া। ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ডেনমার্ক। ¯্রফে একটি জয় ও দুই ড্রয়ে ফ্রান্সের পয়েন্ট ৫। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে অস্ট্রিয়া।
নেদারল্যান্ডস-বেলজিয়াম
শিরোপা লড়াইয়ে জায়গা করে নিতে শেষ রাউন্ডে ড্র করলেই চলত নেদারল্যান্ডসের। তবে জিতেই লক্ষ্য পূরণ করল তারা। বেলজিয়ামকে হারিয়ে নেশন্স লিগের চার দলের ফাইনালসের টিকেট কাটল ডাচরা। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় গ্রুপ পর্বের ম্যাচটি ১-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস। অপরাজিত থেকেই পরের ধাপে পা রেখেছে প্রথম আসরের রানার্সআপরা। ম্যাচের ৭৩তম মিনিটে জয়সূচক গোলটি করেন ভার্জিল ফন ডাইক। কর্নারে গোলমুখে লাফিয়ে উঠে হেডে বল জালে পাঠান লিভারপুল ডিফেন্ডার। গত জুনে বেলজিয়ামকে তাদের মাঠে ৪-১ গোলে হারিয়েই আসর শুরু করেছিল নেদারল্যান্ডস। ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের সেরা হলো তারা। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বেলজিয়াম। আরেক ম্যাচে ওয়েলসকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে পোল্যান্ড। তাদের পয়েন্ট ৭। ১ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগে নেমে গেছে গ্যারেথ বেলের দল ওয়েলস।