অনলাইন ডেস্ক :
ক’দিন আগেই সন্তানের মা হওয়া নিয়ে শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তারপর থেকেই জল্পনা-কল্পনা চলছে গর্ভাবস্থা এবং মাতৃত্ব কতটা প্রভাব ফেলবে আলিয়া ভাটের ক্যারিয়ারে। অনেকেই মনে করছেন হাতে থাকা সিনেমার পাশাপাশি নতুন সিনেমার কাজ বন্ধ করে দিতে পারেন এই অভিনেত্রী। তবে সব আশঙ্কা দূর করে দিলেন আলিয়া নিজেই। জানা গেছে, আলিয়া সঞ্জয় লীলা বনসালির গ্র্যান্ড মিউজিক্যাল বৈজু বাওরার কাজ শুরু করতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে, ‘গাঙ্গুবাই কাটিয়াদি’র শুটিং চলাকালীন নাকি তিনি এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। সেসময় বনসালি তাকে প্রজেক্টটি সম্পর্কে বর্ণনা করেছিলেন এবং তারা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছিলেন। যদিও দীপিকা বৈজু বাওরা করতে আগ্রহী ছিলেন। তবে সঞ্জয় লীলা বানসালির সঙ্গে ৩টি ব্যাক-টু-ব্যাক মহাকাব্যের পরে গাঙ্গুবাই কাটিয়াদি দীপিকা মিস করায় আলিয়া অনেক কাছে চলে যান বানসালির। সেই ধারাবাহিকতায় নতুন কাজের জন্যও আলিয়াকে চূড়ান্ত করলেন এই নির্মাতা। আলিয়া বলেন, ‘বানসালির সঙ্গে কাজের বোঝাপড়া অনেক ভালো। এই কাজটির জন্য তিনি আগেই কথা বলেছিলেন। তাই আর না করতে পারিনি। আশা করছি, আবারও দারুণ একটি কাজের সাক্ষী হবো।’ তবে বৈজু বাওরায় নায়ক কে থাকছেন তা এখনও চূড়ান্ত করেননি নির্মাতা।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির