অনলাইন ডেস্ক :
মার্কিন টেনিস সুপারস্টার সেরেনা উইলিয়ামস ফের মা হয়েছেন। তার ঘর আলো করে এসেছে একটি কন্যাসন্তান। সাবেক এই টেনিস খেলোয়াড় নিজেই সোশ্যাল মিডিয়ায় এ তথ্য জানিয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে আদিরা রিভার ওহানিয়ান। সেরেনার বড় মেয়ে অলিম্পিয়া ওহানিয়ানের ইনস্টাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করা হয়েছে। সেরেনা-অ্যালেক্সিস দম্পতির প্রথম সন্তান অলিম্পিয়ার বয়স ছয় বছর। অলিম্পিয়ার জন্মের সময় অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতেই কোর্টে নেমে ট্রফি জিতেছিলেন সেরেনা। কিন্তু পরের সন্তানের ক্ষেত্রে সেই ঝুঁকি নেননি তিনি। দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হওয়ার পর অ্যালেক্সিস লিখেছেন, ‘আমাদের বাড়ি এখন ভালোবাসায় পরিপূর্ণ।
মা এবং সদ্যোজাত মেয়ে দুজনেই সুস্থ আছে।’ ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা গত বছরের ইউএস ওপেনের সময়ই পেশাদার টেনিস জীবন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। চলতি বছরের মে মাসে নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। সেরেনা উইলিয়ামস বিশ্বের অন্যতম সেরা নারী খেলোয়াড় হিসেবে স্বীকৃত। তাকে অনেকে ‘জিএমওএটি’ বা ‘গ্রেটেস্ট মাদার অব অল টাইম’ বলেও অভিহিত করেছেন।
আরও পড়ুন
বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ: ইউএনএফপিএ
বৃষ্টি ঝরতে পারে টানা কয়েক দিন
মধুমিতায় সিনেমা প্রদর্শণী বন্ধ